ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বিস্ফোরণ: নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

কাবুল: আফগানিস্তানে বিস্ফোরণে কমপক্ষে ১৪ বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

খবর এএফপির।

প্রাদেশিক মুখপাত্র দাউদ আহমাদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আহত এবং নিহত ব্যক্তির মোট সংখ্যা ১৬। রাস্তায় পুতে রাখা মাইনের সঙ্গে ভ্যানের সংঘর্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। ’

‘ভ্যানটি সাধারণ যাত্রী নিয়ে গেরেশ্ক থেকে সাংগিন জেলায় যাওয়ার পথে বিস্ফোরণ ঘটে। ’

উল্লেখ্য, তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে বোমা বিস্ফোরণ স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।