ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নিতে যাচ্ছে জাপানের নতুন মন্ত্রিসভা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, জুন ৮, ২০১০

টোকিও : জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কান আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। নতুন মন্ত্রিসভা সম্রাট আকিহিতোর কাছে শপথ গ্রহণ করবে।



প্রধানমন্ত্রী কান অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন তারই একসময়ের সহকারি হিসেবে দায়িত্ব পালন করা ইয়োশিহিকো নোদাকে। একইসঙ্গে মন্ত্রিসভার শীর্ষ পদগুলোতে কোনো পরিবর্তন আনা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদা এবং প্রতিরক্ষামন্ত্রী তোশিমি কিতাজাওয়া স্বপদে বহাল রয়েছেন।

জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক রেনহো ঠাঁই করে নিয়েছেন কান-এর মন্ত্রিসভায়। বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে আমলাদের কঠিন সব প্রশ্ন ছুঁড়ে দেওয়ার জন্য সুপরিচিত ৪২ বছর বয়সী রেনহোকে প্রশাসনিক সংস্কার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালেই নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রথানুযায়ী জাপানের সম্রাটের প্রাসাদে গিয়ে শপথ নেবে নতুন মন্ত্রিসভা।    

বাংলাদেশ স্থানীয় সময়:১৩৪০ঘন্টা,০৮জুন,২০১০
এসআইএস/এএইচএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।