ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে বোমা: খ্রিস্টান সম্প্রদায়ের দুইজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণে খ্রিস্টান জনগোষ্ঠীর দুই সদস্য ইরাকি নিহত হয়েছেন। শহরের একটি গির্জায় জঙ্গি আক্রমণে ৪৬ জন নিহত হবার ঘটনার মাত্র দুই মাস পরেই এই ঘটনা ঘটল।



বাগদাদের কারাডায় ৭টি ভিন্ন স্থানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িতে বৃহস্পতিবার পরিকল্পিতভাবে মোট ১৪টি বোমা পুঁতে রাখা হয়।

মোট ১০টি বোমা বিস্ফোরণে ২ জন নিহত এবং ১৬ জন আহত হয়। নিরাপত্তা কর্মীরা বিস্ফোরণের আগেই বাকি ৪টি বোমা উদ্ধার করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।