ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শনিবার মুক্তি মিলছে রাজখোয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
শনিবার মুক্তি মিলছে রাজখোয়ার

গৌহাটি: উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া শনিবার মুক্তি পাচ্ছেন।

রাজখোয়া গত বছর ঢাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেপ্তার হন।

এরপর তাকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়। সেই সময় থেকেই তিনি গৌহাটি কারাগারে ছিলেন।

আসামের ইংরেজি দৈনিক আসাম ট্রিবিউন-এর খবর অনুযায়ী, উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের এই শীর্ষ নেতার বিরুদ্ধে থাকা ছয়টি মামলার সব ক’টিতেই তিনি জামিন পেয়েছেন।

শুক্রবার জামিনের সব কাগজ গৌহাটি কারাগারে পৌঁছেছে বলে স্থানীয় একটি টেলিভিশনের খবরে বলা হয়। এতে বলা হয়, সব আনুষ্ঠানিকতা শেষ করে রাজখোয়া শনিবার কারাগার থেকে বের হবেন।

কয়েকটি সূত্র জানিয়েছে, সকাল সাড়ে আটটায় তাকে মুক্তি দেওয়া হতে পারে। রাজখোয়াকে সংবর্ধনা জানাতে তার সংগঠনের প থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভারতীয় টেলিভিশন আইবিএনলাইভ-এর খবরে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে উলফার শীর্ষস্থানীয় নেতারা নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবেন বলে আশা করা হচ্ছে, যে কারণে জামিন আবেদনের শুনানিতে আদালতে সরকারপ আপত্তি জানায়নি।

উলফার ভাইস চেয়ারম্যান প্রদীপ গগই, প্রচারপ্রধান মিথিংগা দাইমারি, ডেপুটি কমান্ডার-ইন-চিফ রাজু বড়ুয়া, সাশা চৌধুরী, চিত্রবন হাজারিকা, প্রণতি দেকা ভীমকান্ত বুড়াগোহাইন গত কয়েক মাসে জামিনে মুক্তি পেয়েছেন।

তাদের বেশির ভাগকেই গত এক বছরে বাংলাদেশ থেকে আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওই  দেশের গণমাধ্যমে প্রচার করা হলেও বাংলাদেশ সরকার বরাবরই তা অস্বীকার করেছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া ১৯৯৭ সালে ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর থেকে বাংলাদেশের কারাগারে আটক আছেন।

বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।