ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিসরের গির্জায় গাড়িবোমা হামলা: নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১১
মিসরের গির্জায় গাড়িবোমা হামলা: নিহত ২১

কায়রো: মিসরের আলেকজান্দ্রিয়ায় নতুন বছরের শুরুতে গাড়িবোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। শনিবার সকালে সংঘটিত এ ঘটনা দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের জন্য একটি বড় আঘাত।

দেশটির স্বাস্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানান।

উসামা আবদেল মোনেইম বলেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে। ’ একইসঙ্গে এ হামলায় আরও আটজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

এর আগে ৭ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়। আহতদের মধ্যে আটজন মুসলিম এবং হামলায় ওই গির্জাসহ পার্শ¦বর্তী মসজিদও গুরুতর ক্ষতিগ্রস্ত হয় বলেও জানা যায়।     

হামলায় ব্যবহৃত গাড়িটি গির্জার পাশে দাঁড়িয়ে ছিলো বলেও মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

সিদি বেচাহর জেলার উত্তরাঞ্চলের শহরের আল-কুইদিসিনে গির্জায় মধ্যরাতে এ ঘটনা ঘটে। কিন্তু তাৎক্ষণিকভাবে কোন পক্ষ থেকেই এ হামলার দায় স্বীকার করা হয়নি।

তবে এ বিষয়ে বিচারকরা একটি তদন্ত শুরু করেছেন। একইসঙ্গে ঘটনার পর পরই পুলিশ ও সেনা সদস্যরা সারা এলাকা ঘিরে ফেলে এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়।

কায়রো ভিত্তিক সুন্নি মুসলমানদের প্রধান প্রতিষ্ঠান আল-আজহারের মুখপাত্র রেফা আল-তাহতাউই টেলিভিশনে উপস্থিত হয়ে এ হামলার নিন্দা জানান। মূলত মিসরের জাতীর ঐক্যের উপর এ হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় তিনি খ্রিস্টান ও মুসলমানদের শান্ত থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।