ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিংটনে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
ওয়াশিংটনে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৫

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অঙ্গরাজ্যে শনিবার একটি ভবনে অগ্নেকা-ের ঘটনায় ৪ শিশুসহ মোট ৫ জন নিহত হয়। খবর শিকাগো ট্রিবিউনের।



স্থানীয় সময় ২টা ৩০ মিনিটে অগ্নিকা-ের ঘটনা ঘটে। দৈনিক শিকাগো ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, রেডমন্ড শহরে শনিবার সকালে চারতলা সামামিশ রিজ অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকা-ে নিহত শিশুদের বয়স ১০ বছরের নিচে। নিহত আরেকজন হচ্ছেন ৩২ বছর বয়সী একজন নারী। ৩০ বছর বয়সী আরেক দগ্ধ নারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখতে পান ভবনের তিনটি তলা জ্বলছে। মৃত সবাই একই পরিবারের কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।