ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাক-ভারত সংলাপই এগিয়ে যাওয়ার একমাত্র পথ: গিলানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
পাক-ভারত সংলাপই এগিয়ে যাওয়ার একমাত্র পথ: গিলানি

ইসলামাবাদ: সংঘাতপূর্ণ ভারত-পাকিস্তানের যুদ্ধ, দ্বন্দ্ব ও বিরোধ মিটিয়ে সামনে এগিয় যাওয়ার একমাত্র পথ আলোচনা। রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি জনগণের প্রশ্নের উত্তরে ‘প্রধানমন্ত্রী অনলাইন’ টিভি অনুষ্ঠানে সরাসরি এসব কথা বলেন।



জনগণের এক প্রশ্নের জবাবে গিলানি বলেন, ‘জনগণ এবং বিরোধীদের (ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং) কাছ থেকে প্রচুর চাপ আসবে, কিন্তু আমি বিশ্বাস করি সংলাপই একমাত্র পন্থা’। তিনি বলেন, ‘আমরা যুদ্ধের সঙ্গে পেরে উঠছি না, তাই আমাদের সামনে সংলাপের পথই খোলা রয়েছে। ’

প্রধানমন্ত্রী  গিলানি জোর দিয়ে বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে অবশ্যই সংলাপ হবে।

বিভিন্ন সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং গিলানি বৈঠক করেছেন উল্লেখ করে তিনি বলেন, ওই সময় তারা একমত হয়েছেন ২০০৮ সালে মুম্বাই হামলার অপরাধীদের কোনো দেশই লুকিয়ে রাখতে পারে না।

গিলানিই পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যিনি, টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে সাধারণ জনগণের প্রশ্নোত্তরে অংশ নিলেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।