ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৮৪ তেও কর্মমুখর রানী এলিজাবেথ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
৮৪ তেও কর্মমুখর রানী এলিজাবেথ!

লন্ডন: তাঁর বয়সী লোকজন অনেক আগেই অবসর নিয়ে ফেলেছেন। অথচ ব্রিটেনের রানী এলিজাবেথ এই ৮৪ বছর বয়সেও জনসংযোগ বাড়িয়ে চলেছেন।



সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ তার সবচেয়ে বেশি। ২০১০ সালে রানী সবচেয়ে বেশি ব্যস্ত ছিলেন। নতুন বছরেও (২০১১) তার জন্য ব্যস্ত রুটিন অপেক্ষা করেছ বলে জানা গেছে।

জানা গেছে, ২০১০-এ রানী ৪৪৪টি জনসংযোগ করেন, ২০০৯ সালের তুলনায় ৬৯টি বেশি। এর মধ্যে ৫৭টি রয়েছে ব্রিটেনের বাইরে।

এছাড়া তিনি ২০১১ সালে রাজদরবারের বিভিন্ন বিয়ে, প্রিন্স ফিলিপের ৯০তম জন্মবার্ষিকী, গুরুত্বপূর্ণ দুটি ‘সফর’ এবং ২০১২ সালে তার ৬০তম বিবাহবাষির্কীর প্রস্তুতি নিয়েও ব্যস্ত থাকবেন বলে জানা গেছে।

 রানীর একজন মুখপাত্র জানান, ‘তিনি তার গতি ধীর করতে চান না’

এদিকে, শুধুমাত্র রানী এলিজাবেথই নন প্রিন্স ফিলিপও দারুণ কর্মতৎপর। বিদায়ী বছরে তিনি ৩৫৬ টি কাজে যুক্ত ছিলেন, এর আগে বছরে তুলনায় বেশি।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।