ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ‘মহাপ্লাবন’: একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
অস্ট্রেলিয়ায় ‘মহাপ্লাবন’: একজনের মৃত্যু

কুইন্সল্যান্ড: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ‘মহাপ্লাবনে’ এক নারীর (৪১) মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার তিনি লিখহার্ট নদী পার হওয়ার চেষ্টা করলে গাড়িসহ ভেসে যান।

খবর বিবিসির।

আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সাম্প্রতিক বন্যায় অস্ট্রেলিয়ায় দুই লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। ফ্রান্স ও জার্মানির মোট আয়তনের চেয়েও বেশি স্থান বন্যায় প্লাবিত হয়েছে।
 
শনিবার অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বন্যার পানি ছড়িয়ে পড়লে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। একে অনেকে বাইবেলের বর্ণিত বন্যা বা মহাপ্লাবনের সঙ্গে তুলনা করছেন। এই বন্যায় ২০টিরও বেশি শহর প্লাবিত হয়েছে। বিভিন্ন শহর থেকে লোকজনকে নিরাপদ স্থানে হয়েছে।

রকহ্যাম্পটন শহরের পানি এখনও বাড়ছে। ফলে এখানকার বিমানবন্দর এবং প্রধান মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় মেয়র সতর্ক করে দিয়ে বলেছেন, শহরের ৪০ শতাংশ অঞ্চল বন্যা কবলিত হতে পারে।

বিভিন্ন অঞ্চল থেকে সরিয়ে নেওয়া নাগরিকদের বাসস্থানের ব্যবস্থা করতে অস্ট্রেলিয়ার বিমানবাহিনীকে জরুরিভিত্তিতে মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।