ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূতের মুখে রাম নাম!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
ভূতের মুখে রাম নাম!

লসঅ্যাঞ্জেলেস: নতুন বছরে হয়তো নিজের জীবনটিকেও নতুন করে সাজানোর চেষ্টা করছেন হলিউড অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহান। কারণ পুনর্বাসন কেন্দ্র থেকে ছাড়া পাওয়ার একদিন আগেই খুব দার্শনিকের ভঙ্গিতে তাকে মহাত্মা গান্ধীর বুলি আওড়াতে শোনা গেছে: ‘মানুষের বর্তমানের উপরই নির্ভর করে তার ভবিষ্যৎ।



শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লোহানকে বেশ কয়েকবার গ্রেপ্তার করে পুলিশ। এ মুহূর্তে ২৪ বছর বয়সী এ গায়িকা-অভিনেত্রী বেটি ফোর্ড সেন্টার নামের মাদক নিয়ন্ত্রণ ও পুনর্বাসন কেন্দ্রে আছেন। চিকিৎসা নিয়ে এখান থেকে বের হওয়ার আগে তাকে খুব নমনীয়ই মনে হচ্ছিল বলে জানাায় গসিপ ডট কম।

মহাত্মা গান্ধীর কথা উদ্ধৃত করে লোহান বলেন, ‘আজ আমার অনাগত জীবনের প্রথম দিন। আমাদের বর্তমানের প্রতি মুহূর্তের পদক্ষেপই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ’

এর আগে আরও বহুবারই মাদক গ্রহণ ও অনিয়ন্ত্রিত, উচ্ছৃঙ্খল জীবন যাপনের জন্য পুনর্বাসন কেন্দ্রে আসা-যাওয়া করতে হয়েছে লোহানকে। ফলে সামনে তার পথ খুব সহজ না হওয়ার বিষয়টি তার ভালোই জানা আছে। তারপরও তিনি অতীতকে ভুলে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।