ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তঃকোরীয় সংলাপের পথ খোলা রয়েছে: লি মিয়ুং-বাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১
আন্তঃকোরীয় সংলাপের পথ খোলা রয়েছে: লি মিয়ুং-বাক

সিউল: নতুন বছরের শুরুতেই আন্তঃকোরীয় সংলাপের ব্যাপারে আগ্রহ দেখালেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক। পাশাপাশি অর্থনৈতিক ভিত মজবুত করতে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্কের উপরও গুরুত্বারোপ করেন তিনি।



তিনি বলেছেন, ‘আন্তঃকোরীয় সংলাপের পথ এখনো খোলা রয়েছে। পিয়ংইয়ং যদি আন্তরিকতা দেখায় সেক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতাপূর্ণ সম্পর্কও তৈরি করা যেতে পারে। ’

সোমবার তিনি এসব কথা বলেন।

বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তবে কোথায় কোন অনুষ্ঠানে তিনি এসব বলেছেন তা উল্লেখ করা হয়নি।

প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার গোলার আঘাতে গত বছরের ২৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার দুই নৌ সেনাসহ ৪ জন  নিহত এবং বেশ কিছু ভবন ধ্বংস হওয়ার পর থেকে দুই কোরিয়াসহ ওই অঞ্চলজুড়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।  

তবে এরপরও নতুন বছরে লি তার নতুন নীতিতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করার ব্যাপারেই বেশি আগ্রহী।

লি মিয়ুং-বাক বলেন, ‘উত্তর কোরিয়া আন্তরিক থাকলে আন্তর্জতিক সম্প্রদায়ের সঙ্গে উভয় কোরিয়া  যৌথভাবে সহযোগিতামূলক জোড়ালো অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে সক্ষম হবে। ’

অবশ্য তার ভূ-খণ্ডে কোনো প্রকার আঘাত সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

প্রেসিডেন্ট লি বলেন, ‘দক্ষিণের ভূখণ্ডের এক ইঞ্চির উপরও আঘাত সহ্য করা হবে না। যে কোনো হামলার সমুচিত জবাব দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।