ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

জনসমক্ষে ফিদেল কাস্ত্রোর বিরল আবির্ভাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১০
জনসমক্ষে ফিদেল কাস্ত্রোর বিরল আবির্ভাব

হাভানা: অবশেষে জনসমক্ষে ফিরলেন ফিদেল কাস্ত্রো। গত সপ্তাহে কিউবার একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্রে তাঁর এ উপস্থিতির মোবাইলে তোলা ছবি একটি সরকারপন্থী ব্লগে দেওয়া হয়।

গত বছরের ডিসেম্বরের পর এই প্রথম তাঁকে জনসমক্ষে দেখা গেল।

ছবিতে দেখা যায়, ৮৩ বছর বয়সী কাস্ত্রো নীল ও সাদা ট্র্যাক স্যুট পরে আছেন আর তাঁকে চারদিক দিয়ে ঘিরে আছেন ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ এর কর্মীরা। উল্লেখ্য, কাস্ত্রো এখনো কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান।

নাম প্রকাশ না করে এক ব্লগার লিখেন, “আজ আমাদের সেন্টারে ফিদেলের আকস্মিক আবির্ভাব দেখার সৌভাগ্য হয়েছিল...রুগ্ন হলেও তাঁকে ভালো দেখাচ্ছিল। আমাদের কর্মকর্তা বলেন যে তিনি মানসিকভাবে খুবই ভালো আছেন। ”

প্রায় পাঁচ দশক ধরে প্রেসিডেন্ট থাকার পর ফিদেল কাস্ত্রো স্বাস্থ্যের অবনতির কারণে ২০০৬ সালে অবসর নেন। এখনো তিনি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে নিয়মিত কলাম লিখে থাকেন। তাঁর ভাই ৭৮ বছর বয়সী রাওল কাস্ত্রো ২০০৮ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২১৭ ঘন্টা, ১১ জুলাই, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।