ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০১০: প্রাকৃতিক বিপর্যয়ের বছর

মানুষই মারা গেছে ২৯৫,০০০ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১
মানুষই মারা গেছে ২৯৫,০০০ জন

ফ্রাঙ্কফুর্ট: হাইতির ভূমিকম্প, চীন এবং পাকিস্তানের বন্যা সব মিলিয়ে ২০১০ সালকে প্রাকৃতিক দুর্যোগের বছর বলেই উল্লেখ করা যায়। গত বছর প্রাকৃতিক দুর্যোগে দুই লাখ ৯৫ হাজার লোক মারা গেছে।

খবর এএফপির।

এছাড়াও ১৩ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের সম্পদ হানি হয়েছে। একটি বেসরকারি শীর্ষ বীমাসংস্থা এ তথ্য জানায়।

মিউনিখ রি নামের ওই বীমাসংস্থাটি জানায়, ‘বিশ্বের বিভিন্ন স্থানে সর্বোচ্চ পরিমাণ প্রাকৃতিক বিপর্যয় এবং তাপমাত্রা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের প্রভাবেই সংঘটিত হয়েছে। ’

গত বছর মোট ৯৫০টি প্রাকৃতিক বিপর্যয় রেকর্ড করা হয়েছে, ১৯৮০ সালের তুলনায় যা দ্বিতীয় সর্বোচ্চ বিপর্যয়। একুশ শতকের প্রথম দশকে গড়ে প্রতিবছর ৭৮৫টি দুর্যোগের ঘটনা ঘটেছে।

মিউনিখ রি-এর প্রধান নির্বাহী টরস্টেন জিউরেক জানান, ‘২০১০ সাল প্রমাণ করেছে, প্রধান সব ঝুঁকির সঙ্গে আমাদের মানিয়ে চলতে হবে। বেশ কয়েকটি ভূমিকম্প, ঘূর্ণিঝড় হয়েছে। ’

মানুষ নিহত হওয়ার দিক থেকে হাইতিতে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এখানে সংঘটিত ভূমিকম্পে দুই লাখ ২২ হাজার ৫৭০ জন মারা যায়। দাবদাহ ও বনে অগ্নিকাণ্ডের ঘটনায় রাশিয়ায় ৫৬ হাজার লোক মারা যায়।

গত মাসে আরেকটি বীমা সংস্থা সুইস রি জানায়, মানুষ-সৃষ্ট ও প্রাকৃতিক বিপর্যয়ে বিশ্বব্যাপী ২২ হাজার দুইশ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। এর আগের বছরের তিনগুণের চেয়েও বেশি।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ০৩ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।