ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ৮০ অবৈধ অনুপ্রবেশকারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ৮০ অবৈধ অনুপ্রবেশকারী

সানা: ইয়েমেনের দক্ষিণ উপকূলে নৌকাডুবিতে আফ্রিকার ৮০ নাগরিক নিখোঁজ হয়েছেন। অবৈধভাবে ইয়েমেন যাওয়ার পথে তাদের বহনকারী দুটি নৌকা ডুবে গেলে তারা নিখোঁজ হন।

এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সোমবার ইয়েমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নৌকাডুবিতে নিখোঁজদের বেশিরভাগই ইথিওপিয়ার। তারা দুটি নৌকা করে পার হওয়ার সময় প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে।  

এই ঘটনায় সোমালিয়ার তিন নাগরিক বেঁচে গেলেও আর কেউ বেঁচে আছে কি-না তা খোঁজ করছে দেশটির উপকূল রক্ষী বাহিনী।

প্রতি বছর আফ্রিকার  শতশত নাগরিক জীবনের ঝুঁকি এভাবেই আদেন উপকূল পাড়ি দিয়ে ইয়েমেনে অবৈধ অনুপ্রবেশ করে। এখান থেকেই তারা ইউরোপ আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য মতে- ২০০৯ সালে ‘হর্ন অব আফ্রিকা’ বলে পরিচিত সোমালিয়ার প্রায় ৭৪ হাজার নাগরিক ইয়েমেনে পাড়ি জমিয়েছে। গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র, দুর্ভিক্ষ এবং অনাবাদের কারণে সোমালিয়রা এভাবে দেশ ছাড়ছে।

কিন্তু সুস্থির আর স্বচ্ছল জীবনের সন্ধানে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে পাড়ি জমালেও তাদের মধ্যে খুব কম সংখ্যই গন্তব্যে  পৌঁছতে পারে।

বাংলাদেশ স্থানীয় সময়: ০৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।