ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কুয়েতে ৬৮ হাজার বাংলাদেশি প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১১
কুয়েতে ৬৮ হাজার বাংলাদেশি প্রবাসী

দুবাই: কুয়েতে বর্তমানে মোট ৬৮ হাজার প্রবাসী বাংলাদেশি রয়েছে, সংখ্যার দিক থেকে ভারত উপমহাদেশে এই অবস্থান তৃতীয়। কুয়েতের অভিবাসনসংক্রান্ত গণপ্রশাসন এ তথ্য জানিয়েছে।



কুয়েতে বসবাসরকারী অনারবদের মধ্যে শীর্ষ স্থানটি দখল করেছেন ভারতীয় বংশোদ্ভূতরা। ২০০৯ সালের নভেম্বর পর্যন্ত দেশটিতে বসবাসকারী ভারতীয়র সংখ্যা দুই লাখ ৩৩ হাজার।

অভিবাসনসংক্রান্ত গণপ্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, এক লাখ ৫৭ হাজার পুরুষ ও ৭৬ হাজার নারীসহ মোট দুই লাখ ৩৩ হাজার ভারতীয় সেখানে গৃহপরিচারকের কাজ করে থাকেন। দ্য গালফ নিউজ মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে।

ভারতীয়দের পরের অবস্থানেই রয়েছে শ্রীলঙ্কা। কুয়েতে বসবাসকারী শ্রীলঙ্কানদের সংখ্যা ৮৪ হাজার। আর ৬৮ হাজার অভিবাসী নিয়ে এর পরের অবস্থানেই আছে বাংলাদেশ। এর পরে রয়েছে ফিলিপাইনের অবস্থান, ৬০ হাজার ফিলিপিনো কুয়েতে বসবাস করে।

২০০৯ সালের পরিসংখ্যান অনুযায়ী কুয়েতের জনসংখ্যা ৩৪ লাখ। এর মধ্যে বিদেশির সংখ্যা ২৩ লাখ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।