ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিনায়ক সেনের মুক্তির দাবিতে কলকাতায় চিকিৎসকদের স্বাক্ষর

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১

কলকাতা: ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের সাহায্যের অভিযোগে আজীবন সাজাপ্রাপ্ত মানবতাবাদী চিকিৎসক ডা. বিনায়ক সেনের মুক্তির দাবিতে সরব হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ।

বিনায়ক সেনের মুক্তির দাবিতে মঙ্গলবার থেকে স্বাক্ষর সংগ্রহের অভিযানে নেমেছেন চিকিৎসকরা।

তার মুক্তির দাবিতে চিকিৎসকরা তৈরি করেছেন‘ ফ্রি বিনায়ক সেন ক্যাম্পেন-ডক্টরস ইন সলিডারিটি’ নামে একটি সংগঠন।

কলকাতার পিজি হাসপাতালের স্কুল অব লিভার ডিজিজের প্রধান অভিজিৎ চৌধুরী বুধবার বাংলানিউজকে বলেন, ‘ আমরা মঙ্গলবার কলকাতার মোহর কুঞ্জে চিকিৎসকদের গণজমায়েত করে তার নিশর্ত মুক্তির দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছি। এ বিষয়ে শুধু চিকিৎসক মহলে নয়, রাজ্যের সর্বস্তরে জনমত গড়ে তুলতে চাই। ’

এদিন তিনি আরও বলেন, ৮ জানুয়ারি কলকাতা প্রেসক্লাবে আমরা সাংবাদিক বৈঠক করব। বিনায়ক সেনের মতো মানুষের ওপর অভিযোগের ঘটনায় আমরা নিজেদের চিকিৎসক হিসেবে পরিচয় দিতে ঘৃনা বোধ করছি। ’

জানা গেছে, সব রাজনৈতিক মতের চিকিৎসকরাই পথে নেমেছেন। কলকাতায় একটি প্রতিবাদ মিছিলেরও আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।