ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লটারি ড্র

৩৫ কোটি ডলার পেলেন দুই ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১
৩৫ কোটি ডলার পেলেন দুই ব্যক্তি

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম অংকের লটারির শীর্ষ পুরস্কারটি পেয়েছেন একই নম্বরধারী দুই ব্যক্তি। পুরস্কারটির অর্থমূল্য ৩৫ কোটি ডলার।

বুধবার লটারির কর্তৃপক্ষ এ তথ্য জানান।

কর্মকর্তারা জানান, ‘মেগা মিলিয়ন ইউএস লটারি’র শীর্ষ পুরস্কারটি দুটি টিকিটের নম্বরের সঙ্গে মিলে গেছে। পুরস্কারের ৩৫ কোটি ডলার ওই দুই ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া হবে।

৪ জানুয়ারি ছিল লটারির ড্র অনুষ্ঠান। বিজয়ী ওই দুই ব্যক্তির বাড়ি যুক্তরাষ্ট্রের ইডাহো ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা অংকের লটারিগুলোর একটি।

লটারির কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতের আগে মোট ১৭ কোটি ৬০ লাখ বিক্রি হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।