ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের সাবেক শাহর ছেলের যুক্তরাষ্ট্রে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
ইরানের সাবেক শাহর ছেলের যুক্তরাষ্ট্রে আত্মহত্যা

তেহরান: ইরানের প্রয়াত সাবেক বাদশাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির ছোট ছেলে আলী রেজা পাহলভি (৪৪) মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বোস্টনে আত্মহত্যা করেছেন। তার এই মৃত্যু সাবেক পারস্য রাজপরিবারের সর্বশেষ বিয়োগান্তক পরিণতি।

আন্তর্জাতিক গণমাধ্যমে এখবর প্রচার হয়।

পশ্চিমা সমর্থক রেজা শাহ পাহলভি ১৯৭৯ সালে ইসলামি গণঅভ্যূত্থানের মাধমে ক্ষমতাচ্যুত হন। পরের বছরই তার মৃত্যু হয়।   রাজার ছোট মেয়ে লায়লা পাহলাভিকে ২০০১ সালে লন্ডনের একটি হোটেলে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়।

দীর্ঘদিনের একনায়কতান্ত্রিক শাসনের কারণে সাবেক ওই রাজ পরিবারটি এখনও ইরানি জনগণের কাছে ধিক্কৃত। একারণে ইরানের সরকারি সংবাদপত্র ও টিভি চ্যানেলে বুধবার তার মৃত্যুর খরবটি প্রচার করা হয় অবজ্ঞাভরে। এতে বলা হয় , ‘সাবেক স্বৈরশাসকের ছেলে আত্মহত্যা করেছেন। ’ এনিয়ে সাবেক রাজপরিবারটির দুই জন সদস্য আত্মহত্যা করলো।

২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক রাজপরিবারের ওই সদস্য রেজা পাহলভি গণতন্ত্রপন্থিদের সঙ্গে কাজ করতে শুরু করেন। ইসলামি শাসনতন্ত্রের বিরুদ্ধে রাজনীতিতে তিনি সক্রিয় হন।

পরিবারের পক্ষ থেকে আলী রেজা পাহলভির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।  

রেজা পাহলভির ওয়েব সাইটে তার দুঃখের কিছু চিত্র পাওয়া গেছে। এতে উল্লেখ আছে লাখ লাখ ইরানি তরুণের মতো তিনিও মাতৃভ’মির নানা অব্যবস্থায় বিরক্ত অনুভব করছেন। এছাড়া বাবা এবং বোনের মৃত্যুতে তিনি কিছুটা চাপের মধ্যে আছেন। তবে তিনি এসব দুঃখকে কাটিয়ে ওঠার কথা বলেছেন।  

বাংলাদেশ সময়: ০৮৩০ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।