ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরখন্ডে বাস দুর্ঘটনায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
উত্তরখন্ডে বাস দুর্ঘটনায় নিহত ২২

দেরাদুন: ভারতের উত্তরখন্ডের রাজধানী দেরাদুনে একটি পর্যটক বাস দুর্ঘটনায় পড়ে ২২ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩টি শিশু ও ৪ নারী রয়েছেন।

বৃহস্পতিবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার রাতে শিবমন্দির থেকে ৭ কিলোমিটার দূরে আরেকটি গাড়িকে অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে পর্যটকসহ বাসটি দুর্ঘটনার শিকার হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ৮টি গাড়িবহর নিয়ে পর্যটকরা মাসুরি অঞ্চলে যাচ্ছিলেন। একটি গাড়িতে দুর্ঘটনার পর বাকি ৭ গাড়ি নিরাপদে হরিদ্বার চলে গেছে।

দুর্ঘটনার পর উত্তরখন্ড প্রদেশের মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিঃশঙ্ক মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি করে এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ০৬ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।