ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন প্রতিনিধি সভার নতুন স্পিকার জন বোয়েনার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
মার্কিন প্রতিনিধি সভার নতুন স্পিকার জন বোয়েনার

ওয়াশিংটন: মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভার (হাউস অব রেপ্রিজেন্টেটিভ) স্পিকার নির্বাচিত হয়েছেন বারাক ওবামার প্রতিপক্ষ রিপাবলিকান দলের জন বোয়েনার। খবর এএফপির।



প্রতিনিধি সভার স্পিকার নির্বাচনের আগেই অর্থাৎ গত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল কংগ্রেসের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে। ফলে স্পিকার নির্বাচন কেবল আনুষ্ঠানিকতাই হয়ে দাঁড়ায়। ডেমোক্রাট দলের প্রার্থী ন্যান্সি পেলোসিকে ১৭৩-২৪১ ভোটে হারিয়ে স্পিকারের আসন পোক্ত করেন বোয়েনার। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে এটাই তৃতীয় মর্যাদাপূর্ণ পদ।

উদ্বোধনী পরিচিতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা এখানে আজ এ সময়ে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। ’ তিনি উচ্চ বেকারত্ব, ব্যয়বহুল স্বাস্থ্যবীমা, ১৪ ট্রিলিয়ন ডলারের জাতীয় বিষয় তুলে ধরেন।

বোয়েনার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ন্যান্সি পেলোসি প্রতিনিধি সভার স্পিকারের দায়িত্ব থেকে অব্যাহত পেলেন। প্রথম নারী হিসেবে ন্যান্সিই এ দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।