ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পারস্পরিক সহায়তার আশ্বাস চীন-যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
পারস্পরিক সহায়তার আশ্বাস চীন-যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও তার প্রতিপক্ষ চীনের ইয়াং জিয়েচি দুজনই বুধবার অঙ্গীকার করেছেন, মুদ্রাবিতর্ক ও অন্যান্য বিষয়ে মতপার্থক্য থাকলেও তারা আন্তরিকভাবে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে কাজ করবেন। খবর এএফপির।



মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হিলারি ক্লিনটন বলেন, ‘আমরা চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সরকারি সফরের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। ’ হু জিনতাও আগামী ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র করবেন।

তিনি বলেন, ‘আমি ও মন্ত্রী (ইয়াং জিয়েচি) দুজনই দুই দেশের ইতিবাচক, সহযোগিতামূলক সমন্বিত সম্পর্ক অব্যাহত থাকবে--এটা নিশ্চয়তা দেওয়ার খুব দায়িত্ব অনুভব করি। ’

চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং বলেন, ‘আমি মনে করি, চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সঠিক পথেই রয়েছে। ’ তিনি বলেন, হু জিনতাওয়ের সফরের জন্য বেশ ভালো প্রস্তুতি চলছে। প্রস্তুতির অংশ হিসেবেই মঙ্গলবার ইয়াং প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন। এখানে তিনি ওবামার সঙ্গে চীনের মুদ্রা ইউয়ান, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও উত্তর কোরিয়া ও সুদানের অনুষ্ঠেয় গণভোট নিয়ে কথা বলেন।

বাংলাদেশ  সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।