ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উড়িষ্যায় ৫ নারী মাওবাদীর আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
উড়িষ্যায় ৫ নারী মাওবাদীর আত্মসমর্পণ

ভুবনেশ্বর: ভারতের উড়িষ্যা রাজ্যে স্থানীয় এক সহকারী কমান্ডারসহ মাওবাদী দলের পাঁচজন নারী সদস্য আত্মসমর্পণ করেছেন। আটক নারীদের সবার বয়স ১৭ বছরের কম।

খবর আইএএনএসের।

বৃহস্পতিবার রাজ্যের কেওনঝাড় জেলায় তারা আত্মসমর্পণ করেন বলে পুলিশ সূত্রে জানা যায়।

কেওনঝাড় শহরের পুলিশের কাছে গেরিলারা তাদের অস্ত্র জমা দেন। পুলিশের সুপারিন্টেডেন্ট এ. কে সিং ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস’কে এ তথ্য জানান।

আত্মসমর্পণকারীরা ২০০৮ সাল থেকে কমিউনিস্ট পার্টির চরমপন্থী কলিঙ্গ নগর কমিটির সক্রিয় সদস্য ছিলেন। তাদের দলের দলের নাম কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মাওয়িস্ট (সিপিআই-এম)। তারা খুন, থানায় ও জেলার দু’টি মদের দোকানে চালানোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা জড়িত।

তবে মাওবাদীদের আদর্শের প্রতি মোহমুক্তি এবং উচ্চপদস্থ বিদ্রোহী নেতাদের হয়রানির শিকার হওয়াই তাদের আত্মসমর্পণের প্রধান কারণ বলে সিং জানান।

আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে তারা দুটি পিস্তল, একটি দেশি বন্দুক ও কয়েক রাউন্ড বুলেট জমা দেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।