ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের রেলস্টেশনে বোমা বিস্ফোরণে একজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি (৭০) নিহত ও দুই নারী আহত হয়েছেন। খবর আইএএনএসের।



পশ্চিমবঙ্গের হুগলি জেলার রেলওয়ে স্টেশনে বাক্সে রাখা বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

স্থানীয় সময় বেলা প্রায় সোয়া দুইটায় জেলার বিদ্যাবতী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে রেলওয়ে সূত্রে জানা যায়। তবে বিস্ফোরণের কারণ কেউ জানাতে পারেনি।

পূর্বাঞ্চলের রেলওয়ের মুখপাত্র বলেন, ‘একজন বৃদ্ধ রেলস্টেশনে একটি টিফিন খোলার চেষ্টা করলে এটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই বাক্স বহনকারী ওই বৃদ্ধ নিহত হন এবং দু’জন নারী আহত হন। ’

বিস্ফারণের পর বোমার স্প্লিন্টার বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ায় এর প্রভাব অনেক বড় হবে বলেও জানান তিনি।

সরকারী রেলওয়ে পুলিশের এক কর্মকর্তা (জিআরপি) বলেন, ‘আর কিছুক্ষণ আগেই এ বোমার বিস্ফোরণ ঘটলেই নিহতের সংখ্যা আরও বাড়তে পারতো। কিন্তু বিকেলের এ সময়টাতে স্টেশন প্রায় ফাঁকাই ছিল। ’

ঘটনার পর কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকলেও আবারও তা স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।