ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আসছে ডায়ানার জীবনী উপন্যাস ‘হোয়াট ইফ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
আসছে ডায়ানার জীবনী উপন্যাস ‘হোয়াট ইফ’

লন্ডন: ব্রিটিশ ঔপন্যাসিক মনিকা আলি প্রয়াত প্রিন্সেস ডায়ানার জীবনের ওপর ‘হোয়াট ইফ’ নামের উপন্যাস লিখেছেন। তবে বইটি বাজারে আসছে আগামী মার্চে।

খবর রয়টার্স ও স্ট্রেটসটাইমসের।

বইটি বের হওয়ার এক মাস পরই প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে অনুষ্ঠান হবে। লেখিক মনিকা আলি বলেন, ব্যাপারটা নেহয়েতই দৈবাৎ।

দৈনিক ডেইলি মেইলকে তিনি বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম এটা আমার জন্য দুর্ভাগ্য। বাগদান অনষ্ঠান ঘোষণার আগেই গত গ্রীষ্মে আমি এটার প্রথম খসড়া জমা দিয়েছিলাম। ’

মনিকা বলেন, ‘এরপর আমি ডায়ানাকে নিয়ে সংবাদপত্রে লেখা সব নেতিবাচক দিক নিয়ে ভেবেছি। গত কয়েক বছরে তাকে নিয়ে লেখা সব প্রবন্ধগুলোও দেখলাম। ভাবলাম, তার দুই ছেলের জন্য কঠিন হতে পারে। ’

ডায়ানা তার গ্ল্যামারাস চেহারা ও দাতব্য কাজের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য ব্রিটেনের ও বিশ্বের সব মানুষ তাকে খুব পছন্দ করত। ১৯৯৭ সালে প্যারিসে একটি মোটরকার দুর্ঘটনায় ৩৬ বছর বয়সে তিনি মারা যান। উইলিয়াম তার হবু বউকে ডায়ানার বাগদানে আংটি দিয়েছেন।

বইটিতে প্রিন্সেস ডায়ানার জীবনের না-বলা গল্প স্থান পেয়েছে। ডায়ানার জীবন একইসঙ্গে রূপকথা ও দুঃস্বপ্নের। বইটিতে ডায়ানা বেঁচে থাকলে তার জীবন কেমন সে কল্পনাও আছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।