ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের আকাশে বিমান বিপর্যয়

বেঁচে গেলেন মমতা ব্যানার্জিসহ ১৮৬ জন

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১

কলকাতা: মাঝ আকাশে বিমানের মূল কমপিউটারের ক্রটি দেখা দেওয়ার পর বুধবার গভীর রাতে পাইলটের তৎপরতায় প্রাণে বেঁচে ফিরলেন ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জিসহ ১৮৬ জন যাত্রী।

ভারতের বিমান মন্ত্রক জানিয়েছে, ‘দিল্লি-কলকাতা এয়ারইন্ডিয়ার এআই-৬৮০ বিমানটি ছাড়ার চল্লিশ মিনিট পর আচমকায় প্রায় ৯ হাজার ফুট নিচে নেমে যায়।

সেই সময় বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতা দিয়ে কলকাতা বিমানবন্দরের দিকে আসছিল। পাইলটের দক্ষতায় শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দিয়ে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ’

বিমানটি পরীক্ষা করে প্রকৌশলীরা জানিয়েছেন, সেই সময় কমপিউটারের যান্ত্রিক সমস্যার কারণে ৩৪ হাজার ফুট উচ্চতার উড়াল সামাল দিতে পারছিল না বিমানটি। বড় র্দূঘটনা ঘটতে পারত।

বিমানটি অবতরণের পর দুই ঘণ্টা চেষ্ঠা করেও তার মেরামত করা সম্ভব হয়নি। অবশেষে রেলমন্ত্রীর হস্তক্ষেপে একটি বিকল্প বিমানে ১১টা ৩৫মিনিট নাগাদ কলকাতায় ফেরেন যাত্রীরা।

কলকাতায় ফিরে যাত্রীরা তাদের লাউঞ্জে না নিয়ে বিকল বিমানেই দুই ঘণ্টা বসিয়ে রাখার জন্য এয়ারইন্ডিয়ার বিরুদ্ধে পরিষেবার ক্ষেত্রে চূড়ান্ত গাফিলতার অভিযোগ করেন।

ভারতীয় সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।