ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে মার্কিন নারী গুপ্তচর আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১
ইরানে মার্কিন নারী গুপ্তচর আটক

তেহরান: গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নারীকে গ্রেপ্তার করেছে ইরানের কর্র্তৃপক্ষ। আর্মেনিয়া থেকে দাঁতের সঙ্গে গোয়েন্দা সরঞ্জাম নিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করায় তাকে গ্রেপ্তার করা হয়।

ইরানের বার্তা সংস্থা ফার্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

অজ্ঞাত পরিচয় এক সূত্রের বরাত দিয়ে ফার্স জানায়, ‘প্রায় এক সপ্তাহ আগে হাল তালায়ান নামের এক মার্কিন নারী গুপ্তচরকে শুল্ক কর্মকর্তারা আজারবাইজানের পূর্বের প্রদেশ নরদৌজ থেকে গ্রেপ্তার করেন। ’

‘ভিসা ছাড়া এবং দাঁতে গোয়েন্দা সরঞ্জাম নিয়ে আর্মেনিয়া থেকে ওই মার্কিন নারী (৫৫) ইরানে প্রবেশ করেন। তবে আর্মেনিয়ার নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হলে তাকে হত্যা করা হবে বলে গ্রেপ্তারের পর ওই নারী জানান। ’

তবে এ বিষয়ে প্রতিবেদনে আর বিস্তারিত কিছু বলা হয়নি। এদিকে, এ গ্রেপ্তারের বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

এর আগে, তুলনামুলক কম জনপ্রিয় রক্ষণশীল সংবাদপত্র তাদের ওয়েবসাইট নাসিমুনলাইন ডট আইআর এ বুধবার গ্রেপ্তার সংক্রান্ত তথ্য প্রকাশ করে। তবে এতে কোনো সূত্রের উল্লেখ করা হয়নি।

তবে ঘটনা সত্যি হলে ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনি হবেন গ্রেপ্তার হওয়া চতুর্থ মার্কিনি। এর আগে ২০০৯ সালের ৩১ জুলাই ইরানের সীমান্ত এলাকা থেকে সারাহ শাউর্ড, শেন বাউয়ের এবং জশ ফ্যাট্টাল নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।