ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাই রাজনীতিতে থাকসিনের বোন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১১
থাই রাজনীতিতে থাকসিনের বোন

ব্যাংকক: থাইল্যান্ডের রাজনীতিতে আর্বিভাব হতে যাচ্ছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী পলাতক থাকসিন সিনাওয়াত্রার এক বোনের। দেশটির আসন্ন নির্বাচনে বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী পদে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দলের এক মুখপাত্র শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

পর্মপং নপারিত বলেন, ‘প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনেকের মাঝে ইংলুক (সিনায়াত্রা)-কে সমর্থন করছে পুয়ে থাই পার্টির সদস্যরা। তবে এ বিষয়ে আরও আলোচনা করাসহ দলের সাধারণ বৈঠকে ভোট নেওয়া হবে। ’

দেশটির বর্তমান প্রধানমন্ত্রী এবং ডেমোক্রাট পার্টির নেতা অভিজিৎ ভেজ্জাজিভা সংসদ বিলুপ্ত করার পর দেশটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মনোনীত করবেন বলে নপারিত জানান।    

থাকসিনের ভাই-বোনদের মধ্যে ইংলুক (৪৩) সবচেয়ে ছোট। নির্বাচিত হলে তিনিই হবেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী।

বর্তমানে তিনি থাইল্যান্ডের এসসি অ্যাসেট কর্প নামের একটি রিয়েল এস্টেট ফার্মের নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

থাকসিনের থাইল্যান্ডভিত্তিক আইনি পরামর্শক নপ্পাদন পাত্তামা বলেন, ‘তিনি খুবই বিনয়ী এবং মানুষের সঙ্গে তার সম্পর্ক ভাল। তবে ইংলুকই নিশ্চিতভাবে মনোনীত হতে যাচ্ছেন। যদিও তা বলার সময় এখনও আসেনি। ’

দুনীর্তির কারণে কারাদ- এড়াতে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন থাকসিন (৬১)। এখনও তিনি থাইল্যান্ডের একজন বিতর্কিত ব্যক্তি। একইসঙ্গে তার বিরুদ্ধে গত বছর ব্যাংককে সরকার বিরোধী আন্দোলনে উসকানি দেওয়া ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।