ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জেরুজালেমে আরও ১৪০০ বসতি স্থাপনের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
জেরুজালেমে আরও ১৪০০ বসতি স্থাপনের পরিকল্পনা

জেরুজালেম: পূর্ব জেরুজালেমে আরও ১৪শ নতুন বসতি নির্মাণের জন্য অনুমোদনের কথা ভাবছে ইসরায়েলি কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের।



এই অনুমোদন হলে তা নিশ্চিতভাবেই ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করে তুলবে। পূর্ব ও পশ্চিম জেরুজালেমে বসতি স্থাপন স্থগিতের দাবি জানিয়ে আসছে ফিলিস্তিনিরা। ইসরায়েল এ দাবি না মানায় এমনকি শান্তি আলোচনা থেকে সরে এসেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

ফিলিস্তিনিরা রাষ্ট্রের ভূখ- হিসেবে হামাসনিয়ন্ত্রিত গাজা উপত্যকা ও জেরুজালেম দখলে চায়। ইহুতিদের এই বসতি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গেও ইসরায়েলিদের সম্পর্ক অবনতি হয়েছে।

ইহুদিদের জেরুজালেম সিটি হল জানায়, তারা এ পরিকল্পনা নিয়ে ভাবছে, তবে কমিটিতে অনুমোদন হবে কি না তা নিশ্চিত নয়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।