ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আরও তথ্য ফাঁস করা হবে: অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
আরও তথ্য ফাঁস করা হবে: অ্যাসাঞ্জ

ওয়াশিংটন: হই চই ফেলে দেওয়া ভিন্নধারার গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ রোববার বিস্তারতি পরিকল্পনার কথা জানিয়ে বলেন, প্লাবনের মতো করে তথ্য ফাঁস করে দেবেন। সিবিএস নিউজের সঙ্গে বিশেষ এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।



আগামীতে তথ্য ফাঁসের ঘটনায় উইকিলিকস স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে বলেও তিনি আশংকা প্রকাশ করেন।

‘৬০ মিনিট’ নামের এই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের দলের একটি বিশেষ ব্যবস্থায় অনেক তথ্য এনক্রিপ্টেড (বিশেষ সংকেতে সংরক্ষিত) অবস্থায় আছে। এই তথ্যগুলো প্রকাশিত না হলেও তা ইতিমধ্যে অনেক লোকের কাছে, প্রায় এক লাখ মানুষের কাছে বিতরণ করা হয়েছে। এখন আমরা কেবল তাদের একটি এনক্রিপ্টেড তথ্য (এনক্রিপ্টেড কি) দেব যার মধ্য দিয়ে এই তথ্যগুলো মহাপ্লাবনের মতো ছড়িয়ে পড়বে। ’

অ্যাসাঞ্জ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক এবং কূটনৈতিক আড়াই লাখ গোপন তারবার্তা ফাঁস করে দেন। এই প্রেক্ষিতে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অপরাধ বিষয়ক তদন্ত করে আসছে।

তিনি জানান, ‘যদি আমাদের একজনকেও কারাবন্দী অথবা খুন করা হয় তাহলে বুঝতে পারব আমরা এ কাজ চালিয়ে যেতে পারব না। আর তখন অন্যরা এর দায়িত্ব নিবে এবং আমরা তখন সংকেতগুলো প্রকাশ করব। ’

৩৯ বছর বয়সী এই অস্ট্রেলীয় বলেন, যে তিনি কোন রাজনৈতিক বা আমেরিকা বিরোধী মনোভাবে উদ্বুদ্ধ হয়ে এ কাজ করছেন না। তিনি তার দলের কাজকে ‘সংবাদমাধ্যমের স্বাধীন কার্যক্রম’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমরা তিমি রক্ষার কথা বলছি না। আমরা এমন তথ্য জনগণকে দিচ্ছি যার মধ্য দিয়ে একজন বুঝতে পারবেন তিনি তিমি শিকার সমর্থন করবেন নাকি করবেন না। ’

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।