ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১
লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৪

নিকোসিয়া: লিবায়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। দেশটির অনলাইন কর্মীদের ডাকা ‘ডে অব অ্যাঙ্গার’ এর দিন হতাহতের এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার বিরোধীদের ওয়েবসাইট ও এনজিও সূত্রে জানা যায়।



লিবিয়ার পূর্বাঞ্চলের আল- বাইদা শহরে বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে।   এসময় বিক্ষোভকারীরা লিবিয়ার নেতা মুয়ামের গাদ্দাফির শাসনের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন।

শান্তিপূর্ণ সমাবেশে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ও রেভল্যুশনারি কমিটির রক্ষীবাহিনী এ সময় ফাঁকা গুলি ছুঁড়ে। এতে কমপক্ষে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন বলে লিবিয়ার মানবাধিকার সংগঠন ‘লিবিয়া ওয়াচ’ সূত্রে জানা যায়।

এদিকে নিহতের ঘটনার জের ধরে এক নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে লিবিয়ার সংবাদপত্র কুরাইনা বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আল- জাবাল আল- আকদার প্রদেশের নিরাপত্তা প্রধান কর্ণেল হাসান কারদাওইকে বরখাস্ত করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ওয়েবসাইটটি জানিয়েছে।

সংঘর্ষের ঘটনায় আহত ৩৮ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে শহরের আল- জালা হাসপাতালের পরিচালক আব্দেলকরিম গুবেইলি বার্তাসংস্থা এএফপিকে জানান। তবে তাদের আঘাত গুরুতর নয় বলেও জানা যায়।

বুধবার রাতে লিবিয়ার শত শত তরুণ আল- বাইদাদে জড়ো হন। এ সময় তারা একটি ভবনে আগুন ধরিয়ে দেওয়াসহ ‘জনগণ এ সরকারের পতন চায়’ বলে স্লোগান দেয়।

তবে বৃহস্পতিবার সকালে রাজধানী ত্রিপলির পরিস্থিতি ছিলো অনেকটা শান্ত। এ সময় শিক্ষার্থীদের ডাকা সমাবেশে অংশ নিতে মানুষ বাসে করে রাজধানীর গ্রিন স্কয়ারে জড়ো হন।

কিন্তু বৃহস্পতিবারের এ বিক্ষোভ ১৯৬৯ সাল থেকে ক্ষমতায় থাকা গাদ্দাফির জন্য একটি পরীক্ষা। কেননা এ ধরনের বিক্ষোভেই লিবিয়ার পাশ্ববর্তী মিশর ও তিউনিসিয়ার শাসকরা দীর্ঘদিনের ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।    

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।