ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গ্রামপ্রধানের নির্দেশে ঝাড়খণ্ডে শিশুধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, জুলাই ১১, ২০১৪
গ্রামপ্রধানের নির্দেশে ঝাড়খণ্ডে শিশুধর্ষণ!

ঢাকা: গ্রামপ্রধানের নির্দেশে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে কন্যাশিশুকে (১০) ধর্ষণ করেছে এক যুবক।

শিশুটির এক বড়ভাই ওই যুবকের বোনকে ‘উত্ত্যক্ত’ করেছিল, এই অপরাধে শিশুটিকে ধর্ষণের নির্দেশ দেন গ্রামপ্রধান।



রাজ্যের বোকারো জেলার প্রত্যন্ত এক গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটার পর অবশ্য মামলা দায়ের হয়েছে।  

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে ধর্ষণকারী ওই যুবক গ্রামপ্রধানের কাছে গিয়ে তার বোনকে গ্রামেরই এক যুবক ‘উত্ত্যক্ত’ করেছে বলে অভিযোগ করে। এরপর ওই গ্রামপ্রধান ‘উত্ত্যক্তকারী’ যুবকের বোনকে ধর্ষণের নির্দেশ দেন।

পরে মঙ্গলবার সন্ধ্যায় কন্যাশিশুটিকে বাড়ি থেকে তুলে পাশের একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। তখন শিশুটির বাবা বাড়ি ছিলেন না।

এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র অনুরাগ গুপ্ত বলেন, এ ঘটনায় দুইপক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তিনজনকে আটকও করেছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।