ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার হাসপাতালে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
এবার হাসপাতালে ইসরায়েলের হামলা ছবি: সংগৃহীত

আন্তর্জাতিকভাবে তীব্র সমালাচনা সত্ত্বেও গাজায় ইসরায়েলের নৃশংসতা থামছেই না। এবার তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আহতদের কেন্দ্রস্থল হাসপাতাল।

সোমবার শহরের কেন্দ্রস্থল আল-আকসা হাসপাতালে আক্রমণ চালিয়েছে তারা। হাসপাতালের তৃতীয় তলায় ইসরায়েলি ট্যাংক শেলের আঘাতে নিহত হয়েছে কমপক্ষে চারজন। খবর আল-জাজিরা।

 এই নিয়ে ১৪তম দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫১০ ছাড়াল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আশরাফ আল-কিদরার উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, সোমবার সকালে খান ইউনিস শহরের একটি চূর্ণ বাড়ি থেকে অনেকগুলো লাশ বের করে আনেন উদ্ধারকর্মীরা। রাতে বাড়িটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে ইসরায়েলি যুদ্ধবিমান।

কিদরা জানান, ঘটনাস্থল থেকে ২০টি লাশ উদ্ধার করা হয় এবং আরও দুই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

রোববার বিকেলে এক জরুরি অধিবেশনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় বেসামরিক লোকের প্রাণহানির ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে এবং ‘জরুরি ভিত্তিতে’ লড়াই বন্ধের আহ্বান জানায়।

সোমবার পর্যন্ত স্থানীয় সামরিক সংগঠন হামাসের হামলায় অন্তত ২০ ইসরায়েলি নিহত হয়েছে। এর মধ্যে রোববারই রক্তক্ষয়ী সংঘর্ষে ১৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।