ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হন্ডুরাসে টিভি সাংবাদিকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
হন্ডুরাসে টিভি সাংবাদিকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে স্থানীয় এক টেলিভিশন সাংবাদিকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছেন দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।

নিঁখোজ হওয়ার একদিন পর মহাসড়কের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এসময় মৃতদেহে দু’টি গুলির চিহ্ন পাওয়া যায়।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ‍আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে। গুলিবিদ্ধ সাংবাদিকের ‍নাম হারলিন ইস্পিনাল।

এ বিষয়ে দেশটির পুলিশ প্রধান র‌্যামন সাবিল্লন সংবাদমাধ্যমকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় মহাসড়কের পাশ থেকে হারলিন ইস্পিনালের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তার মৃতদেহ শনাক্ত করেন।

হন্ডুরাসের সরকারি মানবাধিকার কমিশন জানায়, গত ১০ বছরে দেশটিতে ৩৭ জন সংবাদকর্মী সহিংসতায় নিহত হয়েছেন। এসব ঘটনায় সাজা হয়েছে মাত্র একজনের।

রোববার সকালে রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে নাস্তা করার পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।