ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শত বিতর্কেও ভারতের নয়া সেনাপ্রধান দলবীর সিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪
শত বিতর্কেও ভারতের নয়া সেনাপ্রধান দলবীর সিং দালবির সিং সুহাগ

নয়াদিল্লি: ভারতের নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিং সোহাগ। বৃহস্পতিবার দুপুরে এই দায়িত্ব নিয়ে দেশটির ১৩ লাখ সেনা সদস্যের কমান্ডার হলেন তিনি।



এর মাধ্যমে দেশটির সদ্য বিদায়ী ইউপিএ সরকারের দেওয়া নিয়োগকেই বহাল রাখলো নতুন সরকার। ৩০ মাসের মেয়াদে এই নিয়োগ পেলেন তিনি।  
গত মে মাসে দেওয়া ওই নিয়োগের ব্যাপারে বিজেপি তথা সাবেক সেনাপ্রধান ভিকে সিংয়ের কড়া প্রতিবাদ ছিলো। তা সত্ত্বেও চার তারকার এই জেনারেলকে দায়িত্ব দিলো নরেন্দ্র মোদীর সরকার।

৫৯ বছরের লে. জেনারেল সোহাগ একজন গুর্খা সেনা কর্মকর্তা। ১৯৮৭ সালে শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিয়েছিলেন। জন্ম হরিয়ানার ঝাঝরের একটি গ্রামের এক সেনা পরিবারে। বাবা রাজপাল সিং সোহাগ ছিলেন একজন ফ্লাইং অফিসার। তার দাদা-পরদাদারও ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে।

নিজ গ্রামে ছেলেবেলা থেকেই অকুতোভয় বালক হিসেবে পরিচিত এই দলবীর সিং সোহাগ।

২০১৩ সালের ডিসেম্বরে দালবির সিং সোহাগকে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ করা হয়। এর আগে তিনি ছিলেন ইস্টার্ন আর্মির কমান্ডার।

সাবেক সেনাপ্রধান ভিকে সিংয়ের সময় আসামে একটি গোয়েন্দা অপারেশনের জের ধরে দলবীর সিং সোহাগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। পরে ২০১২ সালে মে মাসে সদ্যবিদায়ী জেনারেল বিক্রম সিং দায়িত্ব নিলে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

জেনারেল ভিকে সিং এখন বিজেপি সরকারের একজন মন্ত্রী। ইউপিএ যখন দলবীর সিংকে নিয়োগ দেন তখন থেকেই এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভিকে সিং। তবে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পরপরই প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেঠলি ঘোষণা দিয়েছিলেন, সেনাপ্রধান নিয়োগের ক্ষেত্রে আগের সরকারের সিদ্ধান্তই বহাল থাকবে। আর সেটাই করলো মোদী সরকার।    

বলাদেশ সময় ১২১১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪






বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।