ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পুনেতে ভূমি ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, জুলাই ৩১, ২০১৪
পুনেতে ভূমি ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৭ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের পুনেতে ভূমি ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় প্রায় দুই শতাধিক মানুষ মাটি চাপা পড়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

পুনের আম্বিগাঁও তেহসিলের মালিন গ্রামে ভূমি ধসের এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম জানায়, ভূমি ধসের ফলে প্রায় ৪৪টি ঘর ভেসে গেছে। এসব ঘরে দেড়শতাধিকের বেশি মানুষ বসবাস করতেন।

ঘটনাস্থলে আড়াইশ’ উদ্ধারকর্মী কাজ করছেন। এছাড়া জরুরি প্রয়োজনে শতাধিক অ্যাম্বুলেন্স কাজ করছে। যোগ দিয়েছেন স্থানীয়রাও।

এদিকে, ভূমি ধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। ঘটনাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে পাঠানো হয়েছে।

এর আগে ভূমি ধসে প্রাণহানির সংখ্যা ১৫ জনের কথা জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।