ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপোলি বিমানবন্দরে হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
ত্রিপোলি বিমানবন্দরে হামলায় নিহত ২২

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিতে সশস্ত্র মিলিশিয়ারা টানা হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এ হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার অন্তবর্তীকালীন সরকার।



রোববার সকালে সরকারের এক বিবৃতিতে বলা হয়, ভারী অস্ত্র-শস্ত্রে সজ্জিত মিলিশিয়ারা বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে এ হামলা চালাচ্ছে।

শনিবার থেকে শুরু হওয়া এ হামলায় আরো অন্তত ৭২ জন আহত হয়েছেন। বিমানবন্দরের আশপাশের এলাকার মানুষজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। খবর: এপি, টাইমস অব ইন্ডিয়া।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার রাজধানী ও আশপাশের এলাকায় মিলিশিয়া হামলায় অন্তত ২০০ জনের প্রাণহানীর ঘটনা ঘটে।

এ ঘটনাকে লিবিয়ার প্রাক্তন শাসক মোয়াম্মার গাদ্দাফি পরবর্তী সময়ে তিন বছরের মধ্যে সবচেয়ে বড় সহিংসতা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।