ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গোয়ার প্রতি গ্রামেই এইডস রোগী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
গোয়ার প্রতি গ্রামেই এইডস রোগী

ঢাকা: ভারতের গোয়া এমন কোনো গ্রাম নেই, যেখানে এইডস (এইচআইভি) আক্রান্ত রোগী পাওয়া যাবে না-এমনটাই জানিয়েছেন রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পরেশকর।

মঙ্গলবার রাজধানী পানাজিতে বিধানসভায় বিজেপি দলীয় সদস্য নিলেশ কাবরাল ‍উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।



পরেশকর বলেন, এখানে ১৫ হাজার এইচআইভি আক্রান্ত মানুষ রয়েছে। এর মানে এই রাজ্যে ১ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত।   এমন কোনো গ্রাম নেই, যেখানে এইডস আক্রান্ত রোগী পাওয়া যাবে না।

তবে রাজ্যে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কমছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০০৯ সালে তা প্রায় অর্ধেকে নেমে যায়।

তিনি বলেন, ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত প্রতি বছরে প্রায় ১ হাজার করে রোগীর কেস রেকর্ড করে রাজ্য। কিন্তু ২০০৯ সালে তা কমে ৫৫০-এ দাঁড়ায়।

রাজ্য সরকারের সহযোগিতায় এনজিও-এর বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রচারণার কারণে ২০১২ সালে ৫৫৪ জন নতুন রোগী শনাক্ত করা হয়। কিন্তু গত বছর এ মরণব্যাধিতে ৫৩২ জন আক্রান্তের খবর পাওয়া যায়।

এ বছরের জুন পর্যন্ত ২৪৬ জন নতুন এইডস রোগীকে শনাক্ত করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।