ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রখ্যাত মার্কিন অভিনেতা রবিন উইলিয়ামসের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
প্রখ্যাত মার্কিন অভিনেতা রবিন উইলিয়ামসের মৃত্যু রবিন উইলিয়ামস

ঢাকা: প্রখ্যাত মার্কিন অভিনেতা রবিন উইলিয়ামসের (৬৩) মরদেহ সোমবার তার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে ক্যালিফোর্নিয়া পুলিশ।

পুলিশের ধারণা, তিনি হয়ত আত্মহত্যা করেছেন।



আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, উইলিয়ামস ‘গুড মর্নিং ভিয়েতনাম’, ‘ডেড পয়েটস সোসাইটি’ অনুষ্ঠানের জন্য বিখ্যাত ছিলেন। এ ছাড়া ‘গুড উইল হান্টিং’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার লাভ করেন।

জীবনের শেষদিকে, উইলিয়ামস বেশি মাত্রায় অ্যালকোহল ও মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ জন্য তাকে, মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। সম্প্রতি, সেখান থেকে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন রবিন উইলিয়ামস।

এ বিষয়ে তার স্ত্রী সুসান স্কিনেইডার এক বিবৃতিতে বলেন, রবিন উইলিয়ামসের মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

উইলিয়াম একাধিক বিয়ে করেন। তাদের তিনটি সন্তান রয়েছে।

উইলিয়াম ১৯৭০-এর দশকে টিভি শো মর্ক অ্যান্ড মাইন্ড-এর জন্য প্রথম পরিচিতি পান।

এ ছাড়া তিনি অনেক চলচ্চিত্রে কৌতুকাভিনেতা হিসেবে অভিনয় করেন।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।