ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নওয়াজের পদত্যাগ ও পুনর্নির্বাচন দাবি ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
নওয়াজের পদত্যাগ ও পুনর্নির্বাচন দাবি ইমরানের সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে নতুন রাজনৈতিক সঙ্কট শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ইসলামাবাদ।

নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) একাত্ম হয়েছেন। এই দুই দলের হাজার হাজার কর্মী এখন ইসলামাবাদের রাস্তায় অবস্থান করছেন। এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে ‘আজাদি মার্চ’।

পিটিআই নেতা সাবেক পাক ক্রিকেটার ইমরান খান শুক্রবার তার দলবল নিয়ে ইসলামাবাদ থেকে পাকিস্তানে পৌঁছান। সেখানে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) কর্মীরা বিক্ষোভকারীদের উদ্দেশে জুতা-ইটপাটকেল ছুড়ে মারেন। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

পরে বৃষ্টিতে ভিজে হাজার হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দেন ইমরান। ইমরানের অভিযোগ তার গাড়ি বহর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে পুলিশ অভিযোগ নাকচ করে দিয়েছে।

ইমরান বলেন, ২০১৩ সালে নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছেন নওয়াজ শরিফ। তাকে আমরা মেনে নিতে পারি না। যে পর্যন্ত না তিনি পদত্যাগ করবেন সে পর্যন্ত আন্দোলন চলবে।

অন্যদিকে পিএটি নেতা তাহিরুল কাদরি তার সমর্থকদের উদ্দেশে বলেন, বিপ্লবের আর বেশি সময় বাকি নেই। আমরা এমন একটি রাজনৈতিক বিপ্লব চাই যেখানে কোনো সংঘর্ষ থাকবে না।

তিনি বলেন, আমাদের বিপ্লব গণতান্ত্রিক-অহিংস। এখানে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। যদি কেউ অস্ত্র নিয়ে সমাবেশে প্রবেশ করে তবে তাকে বাধা দিবেন।

বিপ্লব না দেখা পর্যন্ত তিনি সমাবেশস্থল ত্যাগ না করার ইঙ্গিত দিয়েছেন।

** ইমরান-কাদরির নেতৃত্বে পাকিস্তানে সরকার বিরোধী আন্দোলন
** ইমরানকে লক্ষ্য করে গুলি, পাকিস্তানে সংঘর্ষ

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।