ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিস্ফোরণের পর চীনে কয়লা খনিতে আটক ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
বিস্ফোরণের পর চীনে কয়লা খনিতে আটক ২৯ ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মাটির নীচে অন্তত ২৯ জন শ্রমিক আটকা পড়েছে।

মঙ্গলবার সকালে পূর্ব চীনের আনহু প্রদেশের হুনান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এর পরই সরকারি উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার কাজ শুরু করেন।

চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, কয়লা খনিটি বেসরকারিভাবে পরিচালিত হতো। দুর্ঘটনার পর ৩০ জন উদ্ধারকর্মী সেখানে কাজ করছেন।

গত জুনে সরকার এ খনি বন্ধের নির্দেশ দিয়েছিলো। তবে সরকারি নির্দেশ অমান্য করে কয়লা উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছিলো খনি কর্তৃপক্ষ।

সারা দুনিয়ায় সবচেয়ে বেশি খনি দুর্ঘটনা ঘটে চীনে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।