ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
জাপানে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৯

ঢাকা: জাপানের হিরোশিমার পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির ফলে ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯ এ দাঁড়িয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় আরও অনন্ত ১০ জন নিখোঁজ রয়েছেন।



স্থানীয় নিউজ এজেন্সি কায়োডোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সবশেষে ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ইঞ্চি।

হিরোশিমার মেয়র কাজুমি মাটসুই জানিয়েছেন, অবস্থার কীভাবে দ্রুত উন্নতি সম্ভব তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

ছয়শো উদ্ধারকর্মী ধস কবলিত এলাকায় কাজ করছে বলেও জানান মেয়র।

হিরোশিমার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১ হাজার ১৮ জনকে ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখ ৬৪ হাজার ১শ’ ৮ জন মানুষ।

ভূমিধস এলাকায় আরো বৃষ্টিপাতের সম্ভাবনার কথ‍া জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ফের ভূমিধসের আশঙ্কায় বাসিন্দাদের সর্তক থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।