ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ২৩ বিমা কোম্পানিকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪

ঢাকা: একচেটিয়া ব্যবসা করার অপরাধে চীনে ২৩ বিমা কোম্পানিকে মোট ২৩ মিলিয়ন ডলার জরিমানা করেছে চীন সরকার।

মঙ্গলবার চীন সরকার এ জরিমানা করে।



এক বিবৃতিতে চীন জানায়, ২৩ বিমা কোম্পানিকে মোট ১১০ মিলিয়ন ইউয়ান জারিমানা করা হয়েছে। যা ২২.৪২ মিলিয়ন ডলারের সমান।

পরে কর্তৃপক্ষকে অবহিত করা ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের জন্য একটি কোম্পানির জরিমানা মওকুফ করা হয়।

জরিমানাকৃত বিমা কোম্পানিগুলোর মধ্যে চায়না লাইফ এবং পিং এনও রয়েছে।
 
বিমা কোম্পানিসমূহ এক মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করেছে এবং গাড়ি বিমা হতে প্রাপ্ত প্রিমিয়াম থেকে জরিমানার অর্থ পরিশোধ করতে সর্বসম্মতভাবে রাজি হয়েছে।

জেজিয়াং ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এ মিটিংয়ের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৫৭ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।