ঢাকা, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আল-শাবাব শীর্ষ নেতা আবু জুবায়ের নিহত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, সেপ্টেম্বর ২, ২০১৪
আল-শাবাব শীর্ষ নেতা আবু জুবায়ের নিহত!

ঢাকা: সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কমপক্ষে ছয়জন আল-শাবাব নেতা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে শীর্ষ নেতা আবু জুবায়ের থাকতে পারেন।

 

মঙ্গলবার বারাই শহরের উপকূলে হামলার খবর নিশ্চিত করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

তবে শনিবার রাতের ওই হামলায় শীর্ষ নেতা জুবায়েরসহ বাকিদের নিহতের ব্যাপারে সংগঠনটি পরিস্কার কিছু জানায়নি। তবে হামলার বিষয়টি তারা নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।  

সংগঠনটির মূল ঘাঁটি বারাই শহরের উপকূলে তাদের দু’টি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।