ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে ৪ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৪
মালিতে ৪ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মঙ্গলবার মাইনে বিস্ফোরণে চার জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহত সেনাদের সবাই প্রতিবেশী আফ্রিকান দেশ শাদের অধিবাসী।



মালির উত্তর-পূর্বাঞ্চলের এলাকা কিদালে শান্তিরক্ষীবাহী একটি ট্রাকে আঘাত হানে মাটিতে পুঁতে রাখা মাইন।

জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন বিস্ফোরণে আরো ১৫ জন শান্তিরক্ষী আহত হয়েছে যাদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর।

এ ঘটনার ফলে সরকার ও বিদ্রোহী মিলিশিয়াদের মধ্যকার চলমান শান্তি আলোচনা পুনরায় শুরু হুমকির মধ্যে পড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।  

এর আগে সোমবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স-এ মালির সরকার ও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে আলোচনা শুরু হয়।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।