ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে পারমাণবিক চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে পারমাণবিক চুক্তি ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে পারমাণবিক চুক্তি হতে যাচ্ছে। চুক্তিবলে ভারত অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম কিনতে পারবে।



ভারত সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট শুক্রবার এই চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন। সাক্ষাতে টনি অ্যাবোট তার দেশে তৈরি ভেড়ার উলের নেহরু জ্যাকেট উপহার দেন নরেন্দ্র মোদীকে।

চুক্তির কথা নিশ্চিত করে অ্যাবোট বলেন, মোদী ও আমি উভয়েই অবকাঠামো প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত হতে চাই। আজ সন্ধ্যায়ই এই চুক্তি স্বাক্ষর হতে পারে।
 
নিজেদের পারমাণবিক কর্মসূচির জন্য দীর্ঘদিন অস্ট্রেলিয়া ভারতে ইউরেনিয়াম বিক্রি বন্ধ রেখেছিল। নন প্রলিফিকেশন চুক্তিতে স্বাক্ষর না করার কারণে পারমাণবিক শক্তিসমৃদ্ধ ভারতের কাছে মেটাল বিক্রি বন্ধ রাখে অস্ট্রেলিয়া।

নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর দুই দেশের মধ্যে ২০১২ সাল থেকে ইউরেনিয়াম বিক্রির জন্য সমঝোতার চেষ্টার চলছিল।

ভারতে জ্বালানির ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে কয়লার চাহিদা আছে। দেশটিতে ছোটখাটো অন্তত ২০টি নিউক্লিয়ার প্লান্ট রয়েছে।

অন্যদিকে অস্ট্রেলিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ। অস্ট্রেলিয়ার কর্মকর্তারা বলছেন, তাদের রফতানি করা ইউরেনিয়াম শান্তিপূর্ণ উদ্দেশে ভারত ব্যবহার করবে এমন আশ্বাস পাওয়ার পরই সিদ্ধান্তে পৌছেছি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।