ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে টানা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
পাকিস্তানে টানা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৮

ঢাকা: দু’দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যার কারণে পাকিস্তানে এ পর্যন্ত অন্তত ১৩৮ জন মারা গেছেন। এর মধ্যে শুক্রবার ৮৫ জন ও বৃহস্পতিবার ৫৩ জনের মৃত্যু হয়।



শুক্রবার পাঞ্জাবে ৪০, আজাদ কাশ্মীরে ২৭, গিলগিট-বালতিস্তানে ১১ ও কেপিতে ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

প্রতিবেশী দেশ ভারতের উপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমী নিম্নচাপের প্রভাবে সৃষ্ট মুষলধারার বৃষ্টিতে শুক্রবার পাঞ্জাব, আজাদ কাশমীর, গিলগিট-বালতিস্তান ও খাইবার পাখতুঁনখাওয়ারের জনজীবন থমকে যায়। এতে বহু মানুষ আহতও হয়েছে।

হতাহতের পাশাপাশি দেশটির বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ সম্পদ, গবাদি পশু ও খাদ্য শস্যের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।