ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন সংকট

ইউক্রেনে আবারও পাল্টাপাল্টি গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
ইউক্রেনে আবারও পাল্টাপাল্টি গোলাবর্ষণ

ঢাকা: ইউক্রেন ও সে দেশের রাশিয়াপন্থী বিদ্রোহীদের মধ্যে যখন যুদ্ধবিরতি চলছে সে সময়ই দেশটির বন্দর নগরী মারিওপোলে পাল্টাপাল্টি গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মারিওপোলে পাল্টাপাল্টি ভারী গোলাবর্ষণের আওয়াজ পাওয়া গিয়েছে।

গত শুক্রবার ইউক্রেন ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। ফলে রাশিয়া এবং ইউক্রেনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছিলেন।

রেডক্রস জানিয়েছে, ভারী গোলাবর্ষণের কারণে তাদের বেশকিছু ত্রাণবাহী ট্রাক বিদ্রোহী-নিয়ন্ত্রিত লুহানস্কের দিক থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। ধারণা করা হচ্ছে সরকারি চেকপোস্টগুলোকে লক্ষ্য করে বিদ্রোহীরা এ গোলা নিক্ষেপ করতে পারে। প্রতিবাদে ফিরতি গোলার আওয়াজও শোনা গিয়েছে।

মারিওপোলে এ ধরনের পাল্টাপাল্টি গোলাবর্ষণ যুদ্ধবিরতি চুক্তির উপর কি ধরনের প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়।

এদিকে, ইউক্রেনের সরকারী বাহিনী ও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের জন্য পরস্পরকে দায়ী করছেন।

গত শুক্রবার শুরু হওয়া যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরেশেঙ্কো।

এদিকে, ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিলে এর কড়া জবাব দেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে দেশটি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।