ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিং মেশিনে গোসল করাতে গিয়ে কুকুর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
ওয়াশিং মেশিনে গোসল করাতে গিয়ে কুকুর হত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: হংকংয়ে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে গোসল করানোর সময় একটি কুকুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সমালোচনার ঝড় বইছে চীনশাসিত অঞ্চলটিতে।

তবে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সম্প্রতি পরিচ্ছন্ন করতে কুকুরটিকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেন মালিক জ্যাকি লো। তারপর এর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, ওয়াশিং মেশিনে ছেড়ে দেওয়ার পর পোষা প্রাণীটি মাথা বের করে বাঁচার চেষ্টা করছিলো। কিন্তু মেশিনের পানি তাকে ঘুরিয়ে নিচ্ছিল।

স্থানীয় পুলিশের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, প্রাণীর ওপর নিষ্ঠুরতার অভিযোগে লো’র বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

ছবিটি পোস্ট করার ক্যাপশনে লো লেখেন, এটা হলো ‘কুকুরকে দ্রুত পরিচ্ছন্ন করার একটি উপায়’। ছবিটির কমেন্টে এক অ্যাক্টিভিস্ট জানতে চান কুকুরটি মারা গেছে কিনা। তখন লো জবাব দেন, ‘হ্যাঁ (কুকুরটি মারা গেছে), তুমি কি দেখতে চাও?’

লো’র এই জবাবের পরপরই তার বিরুদ্ধে অনলাইনে একটি পিটিশন দায়ের করা হয় এবং বিচার দাবিতে হাজারো লোকের স্বাক্ষরসম্বলিত একটি লিপি প্রদান করা হয়।

স্থানীয় আইন অনুযায়ী, প্রাণী নিষ্ঠুরতা আইনে লো’র সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও দুই লাখ হংকংয়িজ ডলার জরিমানা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।