ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের সফল মঙ্গলযাত্রা, ইতিহাস সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
ভারতের সফল মঙ্গলযাত্রা, ইতিহাস সৃষ্টি

ঢাকা: সফলভাবে ভারতের প্রথম মহাকাশযান মঙ্গোলিয়ান মঙ্গলের কক্ষপথে পৌঁছেছে। প্রথম চেষ্টাতেই সফল হয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারত।

মঙ্গোলিয়ান রোবোটিক স্যাটেলাইটটি বুধবার ভোরে কক্ষপথে পৌঁছায়। খবর বিবিসি, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের মার্স অরবিটর মিশন(এমওএম) এই সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বুধবার ভোর ৭টা ৪৭ মিনিটে মঙ্গল কক্ষপথে মহাকাশযান প্রদক্ষিণ করা শুরু করে। রেডিও সিগন্যাল ট্রাভেলিংয় সমস্যার কারণে এর ঠিক ১২ মিনিট পরে অবতরণ করে।

মহাকাশযান সফলভাবে অবতরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এমওএম কখনো হতাশ করে না। আমরা অজানাকে জানতে সাহস দেখিয়েছি।

তিনি আরো বলেন, আমরা প্রায় অসম্ভবকে সম্ভব করেছি। বিশ্বে এ পর্যন্ত ৫১টি মিশনের মধ্যে মাত্র ২১টি সফল হয়েছি। আমরা প্রথমবারেই সফলতা পেয়েছি।

এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপ মঙ্গলে মহাকাশযান সফলভাবে পাঠাতে পেরেছে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ভারতের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।