ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে জলাতঙ্ক নিয়ন্ত্রণে পাঁচ হাজার কুকুর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
চীনে জলাতঙ্ক নিয়ন্ত্রণে পাঁচ হাজার কুকুর হত্যা সংগৃহীত

ঢাকা: জলাতঙ্কে মৃত্যুর ঘটনায় চীনে অন্তত ৫ হাজার কুকুর হত্যা করেছে কর্তৃপক্ষ। রোববার চীনের বার্তা সংস্থা শিনহুয়া এ তথ্য প্রকাশ করেছে।



দেশটির বাওসন পৌর কর্তৃপক্ষ জানায়, জলাতঙ্ক বিরোধী প্রচারণায় ইউনানের দক্ষিণ-পশ্চিম প্রদেশে চার হাজার কুকুরকে হত্যা করা হয়। সেই সঙ্গে এক লাখ কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে জলাতঙ্ক রোগে চারজন ও জুলাইয়ে কুকুরের কামড়ে এক ব্যক্তি মারা যান।

শিনহুয়া জানায়, গত পাঁচ বছরে জলাতঙ্কের প্রাদুর্ভাব খুবই কম ছিল। ২০০৬ সালে পূর্ব প্রদেশের শানডংয়ে এ রোগে ১৬ জন মারা যান।

জলাতঙ্কের প্রাদুর্ভাব প্রতিরোধে চীনে প্রায়ই কুকুর নিধনের আদেশ দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষের এমন আচরণে প্রতিবাদ করে থাকে প্রাণীদের নিয়ে কাজ করে বিভিন্ন সংগঠন। তারা ভ্যাকসিন বা বন্ধ্যাত্বের মাধ্যমে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখার পক্ষে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জলাতঙ্ক এমন এক ধরনের ভাইরাস যা প্রাণীর মাধ্যমে মানবদেহে ছড়ায়।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।